গৌরনদী
গৌরনদীতে কিশোর-কিশেরী ক্লাব সমূহে সাংস্কৃতিক উপকরণ ও বাইসাইকেল বিতরণ
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত “কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের ক্লাব সমূহে সাংস্কৃতিক উপকরণ, স্বাস্থ্য সামগ্রী ও বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন। শেষে পৌরসভাসহ ৭টি ইউনিয়নের ক্লাব সমূহে ৮টি হারমনিয়াম, ১৬টি তবলা, ২টি বাইসাইকেল ও স্বাস্থ্য সামগ্রী বিতরণ করা হয়।