গৌরনদী
গৌরনদী বাসষ্টান্ডে নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট এর উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদকঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ভোজন বিলাসীদের জন্য গৌরনদী বাসষ্টান্ড জিরো পয়েন্টে বনলতা এন্টাপ্রাইজের দোতালায় উদ্ধোধন করা হয়েছে নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট। এখানে বাংলা খাবারের পাশাপাশি সকল ধরনের চায়নিজ খাবার পরিবেশন করা হয়।
৬ জুন শুক্রবার বিকেল প্রধান অতিথি হিসেবে নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট এ উদ্ধোধন করেন গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরনদী পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ কামরুজ্জামান খোকন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক খোন্দাকার মনিরুজ্জামান মনির, বিশিষ্ট সমাজ সেবক মোঃ মনোয়ার হোসেন সরদার, পৌর ছাত্রদলের আহবায়ক মোঃ রাসেল হাওলাদার, বিশিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা শেষে দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন সরকারি গৌরনদী কলেজ জামে মসজিদের ইমাম মাওলনা মোঃ মহিউদ্দিন। নিউ বনলতা রেষ্টুরেন্ট এ্যান্ড ফাষ্টফুট এ রয়েছে স্বল্প মূল্যে রুচি সম্মত বাংলা ও চায়নিজ খাবার। আকর্ষনীয় খাবারের মধ্যে রয়েছে থাইসুপ, কর্নসুপ, চিকেন পাস্তা, চিজপাস্তা, মিক্স সালাত, ক্যাসোনাট সালাত, মিক্সড চাউমিন, চিকেন চাউমিন, সেট মেনু-১ সেট মেনু-২, -এছাড়াও ফ্রাঞ্চ ফ্রাই, পপ চিকেন, কাচ্ছি বিরিয়ানি, মোরগ পোলাও, চিকেন বিরিয়ানি, তেহারি, চিকেন ভেজিটেবল, চিকেন স্যান্ডউইচ, চিকেন শর্মা, বিফ শর্মা, চিকেন বার্গার, ফালুদামসহ মুখরোচক খাবার।