গৌরনদী
মিথ্যা মামলা থেকে অব্যহতি পাওয়ায় সিনিয়র সাংবাদিক জহিরকে রিপোির্টর্স ইউনিটির সংবর্ধনা অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদকঃ ফ্যাসিষ্ট শেখ হাসিনা সরকারের ক্ষশতাসীন সময়ে গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহিরের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলায় থেকে অব্যহতি পাওয়ায় শনিবার সকালে গৌরনদী রিপোর্টর্স ইউনিটি ও গৌরনদী জাতীয় সাংবাদিক সংস্থার উদ্যোগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংবর্ধিত সাংবাদিক নির্ভীক কলম সৈনিক জহুরুল ইসলাম জহির। বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট সমাজ সেবক বরিশাল জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ। বক্তব্য রাখেন রির্পোটার্স ইউনিটির সাবেক সভাপতি পলাশ তালুকদার, সাবেক সম্পাদক ও জাতীয় সাংবাদিক সংস্থার গৌরনদী সাধারন সম্পাদক মোঃ শামীম মীর, প্রথম আলো গৌরনদী বন্দুসভার সভাপতি মোঃ মনিরুল ইসলাম লিমন প্রমূখ।
সাংবাদিক ও পুলিশ সুত্রে জানা গেছে, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির গত ২৬ বছর দৈনিক প্রথম আলোর বরিশালে গৌরনদী, আগৈলঝাড়া ও উজিরপুর উপজেলার দায়িত্ব পালন করেন। আওয়ামীলীগের ক্ষমতাসীন সময়ে গত ১৬ বছর ক্ষমতাসীনদের সন্ত্রাস, চাঁদাবাজি, দখল ও দূনীতির বিরুদ্ধে লেখনি অব্যহত রাখায় ক্ষিপ্ত হয়ে জহিরকে হয়রানী করতে একের পর মিথ্যা মামলা দায়ের করেন। গৌরনদী উপজেলা ছাত্রলীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য মোঃ রাসেলের স্ত্রী রুপা আক্তারকে দিয়ে ২০১৮ সালের ২৯ জুন প্রথম আলোর সাংবাদিক জহিরকে আসামি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (সংশোধন) আইন ২০১৩ ৫৭(২) ধারায় একটি মিথ্যা মামলা দায়ের করেন। এ মামলায় জহিরকে আটকাতে ব্যর্থ হয়ে পরবর্তিতে ২০১৮ সালের ৫ জুলাই হয়রানীর উদ্দেশ্যে জহুরুল ইসলাম জহিরকে আসামি করে ছাত্রলীগ নেতার স্ত্রী রুপা আক্তার গৌরনদী মডেল থানায় একটি মানহানি ও শ্ল¬ীলতাহানির মামলা করেন। এছাড়া সাংবাদিক জহিরকে হয়রনী করতে হত্যার চেষ্টা মিথ্যা ঘটনা সাজিয়ে সি, আর মামলা নং-১৭৮/২০১৭ইং মামলার তারিখ ঃ ১০/২/২০১৭ইং ও নারী নির্যাতন ও সন্ত্রাসী হামলা লুটের ঘটনা দেখিয়ে এম,পি কেস নং-৮৭/২০১৭ইং মামলার তারিখ ঃ ১৪/৩/২০১৭ইং মামলা দায়ের করেন। আদালতে অভিযোগ মিথ্যা প্রমানিত হওয়ায় আগেই জহিরকে অব্যহতি দেন আদালত। গত ২৩ জানুয়ারি বরিশাল জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেড চতুর্থ বিচারিক আদালতের বিচারক আফসান শারমিন ইভা জহিরকে মিথ্রা মামলা থেকে অব্যহতি দিয়ে রায় প্রদান করেন। এ মামলার অব্যহতির মধ্য দিয়ে জহিরের বিরুদ্ধে দায়ের করা ৫টি মিথ্যা মামলার সকল মামলা থেকে অব্যহতি পান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির।