বরিশাল
গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরন
নিজস্ব প্রতিবেদক: গৌরনদী গালর্স স্কুল এ্যান্ড কলেজের দুই দিন ব্যাপি বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জহর লাল মিত্রর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার আবু আবদুল্লাহ খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আব্দুল জলিল উপজেলা বিএনপির আহবায়ক সৈয়দ সরোয়ার আলম, বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, উপজেলা বিএনপি নেতা কলেজের সাবেক সহকারী অধ্যাপক আব্দুল আউয়াল লোকমান, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো. কামরুজ্জামান খোকন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. খায়রুল ইসলাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি ফকরুল আবেদীন তানভীর, মিনহাজুল ইসলাম সিকদার, মোর্শেদ হাসান।