গৌরনদী
গৌরনদীতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ টাকার গাছ কেটে নিলো প্রভাবশাালী
নিজস্ব প্রতিবেদকঃ বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আলহাজ¦ মোঃ কবির মিঞা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ২ লাখ টাকার গাছে কেটে নিয়েছেন পশ্চিম সমরসিংহ গ্রামের মৃত: আফতাজ উদ্দিন হাওলাদারের পুত্র এলাকার প্রভাবশালী ব্যক্তি নূর ইসলাম হাওলাদার (৬০)। তিনি । স্থাীনয়রা জানান বিজয় দিবসে সরকারি অফিস বন্ধ থাকায় শ্রমিক দিয়ে গাছ কেটে নিয়েছেন।
স্কুলের জমিদাতা আলহাজ¦ মোঃ কবির মিঞা’র পুত্র মোঃ বেলাল মিয়া জানান স্কুলের সিমানা থেকে ৬টি চাম্বুল গাছ কেটে নিয়েছে এলাকার বাসিন্দা প্রভাবশালী নূর ইসলাম হাওলাদার। কর্তনকৃত ৬টি গাছের মূল্য প্রায় ২ লাখ টাকা। বেলাল মিয়া অভিযোগ করে বলেন, গাছ টাকার সময় আমরা বাঁধা দিলে আমাদের বাঁধা উপেক্ষা করে ১০/১২ জন শ্রমিক দিয়ে গাছ কাটা শুরু করলে তাৎক্ষনিক আমি গৌরনদী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে জানালে সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহামন এসে গাছ কাটতে নিষেধ করেন। সে চলে যাওয়ার পর নিষেধ উপেক্ষা করে আবার গাছ টাকা শুরু করেন। অভিযুক্ত মোঃ নুর ইসলাম হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, আমার জমির গাছ আমি কেটেছি। এ বিষয় গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মোঃ সাইদুর রহমান বলেন, নিষেধ করার পরও আমার কথা অমান্য করে গাছ কাটলে ১৭ ডিসেম্বর উপজেলা র্নিবাহী অফিসার মোঃ আবু আব্দুল্লাহ খান বরাবর লিখিত অভিযোগ দাযের করেছি।