বরিশাল
গৌরনদীতে জামায়াতে ইসলামী’র কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গৌরনদী পৌর শাখার উদ্যোগে শনিবার সকালে বাসস্ট্যান্ডস্থ আল-আমীন ইয়াতিম খানা হলরুমে এ কর্মী শিক্ষা বৈঠক অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী শিক্ষা বৈঠকের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বরিশাল জেলা নায়েবে আমীর ড. মো. মাহ্ফুজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মাওলানা মো. আল-আমীন, সেক্রেটারী মো. বায়েজিদ শরীফ। পৌর জামায়াতের সেক্রেটারী অধ্যাপক আজিজুর রহমান’র সঞ্চালনায় বৈঠকে বক্তব্য রাখেন অর্থ সম্পাদক মোঃ রুহুল আমিন সবুজ, উপজেলার রোকন মো.আনোয়ারুল ইসলাম মুস্তাফা টিপু, সক্রীয় কর্মি মো.আবদুল অয়াহিদ মাসুম, মো. বেলাল হোসেন, মো. টুটুল শরীফ প্রমুখ।