গৌরনদী
মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে ……….অ্যাড. বলরাম পোদ্দার
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ অগ্রণী ব্যাংকের সাবেক পরিচালক ও বাংলাদেশ আ’লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার বলেছেন, সারা বিশে^ই রাজনৈতিক স্বার্থে ধর্মকে ব্যবহার করা হচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসন্ন ঈদুল আযহা ও দূর্গপূজা উপলক্ষে নবদ্বীপ পোদ্দার ফাউন্ডেশনের উদ্যোগে গতকাল মঙ্গলবার সকালে বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দির প্রাঙ্গনে ও বিকালে মেদাকুল ভাগ্য ভূঁইয়া বাড়ির দূর্গামন্দির প্রাঙ্গনে উপজেলার বিভিন্ন এলাকার সুবিধাবঞ্চিত সহ¯্রাধিক পরিবারের মাঝে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।
গতকাল সকালে বার্থী তাঁরা মায়ের মন্দির প্রাঙ্গনে মন্দির কমিটির সভাপতি সাবেক এএসপি শান্তনু ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত বস্ত্রবিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি গৌরনদী মডেল থানার ওসি মোঃ আলাউদ্দিন মিলন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, বার্থী ইউপির চেয়ারম্যান শাহ্জাহান প্যাদা, বরিশাল মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি নারায়ন চ্দ্র দে নারু, মন্দির কমিটির উপদেষ্টা সাবেক সভাপতি অমর কৃষ্ণ রায়, উপদেষ্টা শিশির কুন্ড, সাধারন সম্পাদক প্রণবরঞ্জন দত্ত (বাবু দত্ত), সহ-সভাপতি সমীর সরকার, বিল্টু সাহা, সহ-সাধারন সম্পাদক পঞ্চানন দত্ত, কোষাধ্যক্ষ শিক্ষক মনিমোহন পাত্র, গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক সঞ্চয় কুমার পাল, ধর্ম বিষয়ক সম্পাদক মনীষ চন্দ্র বিশ^াস প্রমূখ। শেষে সুবিধাবঞ্চিত সহ¯্রাধিক পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়।