বরিশাল
আগৈলঝাড়ার ইউপি সদস্য আওয়ামীলীগ নেতার উপর হামলা পিটিয়ে আহত করার অভিযোগ
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য উপর হামলা চালিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। আহতকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন ও আহত সূত্রে জানা গেছে, আগৈলঝাড়া উপজেলার রাজিহার ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওই ওয়ার্ড আওয়ামীলীগের সদস্য আনোয়ার হোসেন বৃহস্পতিবার রাত ৯টার দিকে নিজ বাড়ি থেকে গৌরনদী যাওয়ার পথে গৌরনদীর কুমারভাঙ্গা নামক স্থানে পৌছলে পূর্ব বিরোধের জের ধরে গৌরনদীর উত্তর শিহিপাশা গ্রামের সেকেন্দার শিকদারের ছেলে যুবদল কর্মি আয়াতুল শিকদার (৩০)৪/৫ জন সহযোগীকে নিয়ে হামলা চালিয়ে পিটিয়ে আহত করেছে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ইউপি সদস্য আনোয়ার হোসেন (৩৯) অভিযোগ করে বলেন, আমার জানা মতে কারো সাথে আমার কোন বিরোধ নাই, আমি আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বিধায় রাজনৈতিক প্রতিহিংসা থেকে আমার উপর হামলা চালিয়েছে। অভিযোগ সম্পর্কে জানতে চাইলে হামলার অভিযোগ অস্বীকার করে যুবদল কর্মি আয়াতুল শিকদার বলেন, সরকারে থাকা অবস্থায় আওয়ামীরীগ নেতা আনোয়ার হোসেন আমার অনেক ক্ষতি করেছে, যা আমি তাকে জিজ্ঞাসা করেছি কিন্তু মারধর করিনি। আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. জহিরুল ইসলাম বলেন, হামলার কথা শুনেছি কিন্তু এ ঘটনায় থানায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।