প্রধান সংবাদ
গৌরনদী উপ নির্বাচনে মেয়র প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেয়ার অভিযোগে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারসহ গ্রেপ্তার-৪
নিজস্ব প্রতিবেদকঃ বরিশালের গৌরনদী পৌর সভা মেয়র পদে উপনির্বাচনে বুধবার সকাল পোনে ১১টায় সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসার প্রতিদ্বন্ধী প্রার্থী মোবাইল প্রতীকের প্রার্থীর কাছ থেকে উৎকোচ নেওয়ার অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নির্বাচন সংশ্লিষ্ঠ কর্মকর্তা সূত্রে জানা গেছে, গৌরনদী পৌরসভা মেয়র পদে উপনির্বাচনে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীন ও আওয়ামলিীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভূইয়াসহ ৪জন প্রার্থী প্রতিদ্বন্ধী করছেন। মঙ্গলবার রাতে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে ৫০ হাজার টাকা উৎকোচ দেন। গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানার পরে নির্বাচন চলাকালীন সময়ে বুধবার পোনে ১১টায় আইন শংখলা বাহিনী ও উর্ধতন নির্বাচন কর্মকর্তা তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে কর্মকর্তারা সত্যতা স্বীকার করেন।
বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী জানান, ভোটের আগের দিন রাতে প্রতিদ্বন্ধী এক প্রার্থীর পক্ষ তেকে উৎকোচ নেওয়ার অভিযোগে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান, সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্থুততি চলছে। অভিযোগের ব্যাপারে জানতে চাইলে সরকারি গৌরনদী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার ও গৌরনদী বন্দর সোনলী ব্যাংকের ম্যানেজার মোঃ সাইদুর রহমান বলেন, মঙ্গলবার রাতে ৯টার দিকে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মোবাইল প্রতীকের প্রার্থী এইচ, এম, জয়নাল আবেদীনের পক্ষে গৌরনদী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ও গৌরনদী উপজেলা ভাইসচেয়ারম্যান মোঃ ফরহাদ হোসেন মুন্সী কিছু লোকজন নিয়ে কেন্দ্রে আসে এবং আমাকে টাকার একটি প্যাকেট দেয় কিন্তু আমি তা গ্রহন করিনি। পরক্ষনে ওই প্যাকেটটি সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন রেখে দেন। আমি তাদের নিষেধ করলেও তারা রেখে দেয়। কত টাকা ছিল জানতে চাইলে তিনি তা বলতে রাজি হননি। অভিযোগের ব্যপারে জানতে চাইলে সহকারী প্রিজাইডিং অফিসার ও গৌরনদী জাতীয় মহিলা সংস্থার কর্মকর্তা সঞ্জয় কুমার ভদ্র ও সহকারী প্রিজাইডিং অফিসার ও উত্তর কান্ডপাশা সরকারি প্রাথািমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন বলেন, আমরা কোন টাকা নেইনি প্রিজাইডিং অফিসার নিয়েছেন। অপর দিকে টরকী ভিকোটারিয়া মাদ্যমিক বিদ্যঅলয় কেন্দ্রে ৪নং বুথের দায়িত্বরত পোলিং অফিসার ও গৌরনদী উপজেলা সহকারী পল্লি উন্নয়ন কর্মকর্তা আঃ হালিম নিজেই নিদৃষ্ঠ প্রতীকে ভোট দিলে হাতেহাতে তাকে ধরে ফেলেন বরিশাল জেলা সিনিয়র অতিরিক্ত নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার অহিদুজ্জামান মুন্সী। এ সময় তাকেও গ্রেপ্তার করা হয়। গৌরনদী পৌরসভা মেয়র পদে উপ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও গৌরনদী উপজেলা নির্বাচন অফিসার মোঃ সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।