গৌরনদী
জাতীয় শোক দিবস উপলক্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্রসংসদের র্যাল্যী ও সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বঙ্গবন্ধুর ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০১৬ উপলক্ষে সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের উদ্যোগে গতকাল শনিবার সকালে বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ অঅলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সুযোগ্য উত্তরসুরী আওয়ামীলীগ নেতা আশিক আবদুল্লাহর নেতৃত্বে স্মরণকালের সর্ববৃহৎ শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে কলেজ চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়।
সরকারি গৌরনদী কলেজ ছাত্র সংসদের ভিপি ও কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল -১ আসনের সংসদ সদস্য ও সাবেক চীফ হুইপ অঅলহাজ্ব আবুল হাসানাত আবদুল্লাহর সুযোগ্য উত্তরসুরী আওয়ামীলীগ নেতা আশিক আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সিনিয়র আওয়ামীলীগ নেতা রাজু আহম্মেদ হারুন, পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ মনির হোসেন মিয়া, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচ ফকির, সাধারন সম্পাদক সৈয়দ মাহাবুব আলম, পৌর যুবলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আতিকুর রহমান শামীম, সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ জুবায়েরুল ইসলাম সান্টু ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমান দিপ, কলেজ ছাত্র সংসদের জি,এস, জাহিদুল ইসলাম, এ,জি,এস রিয়াজ হোসেন, কলেজ ছাত্রলীগের সভাপতি সুজন হাওলাদার, সাধারন সম্পাদক রাতুল শরীফ, পৌর সভাপতি মিলন খলিফা, সাধারন সসম্পাদক প্রিন্স রোলা- বেপারী। বক্তব্য রাখেন কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ ইমরান মিয়া, প্রমুখ।