গৌরনদী
গৌরনদীতে মাছের পোনা অবমুক্ত
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের বদ্ধ পুকুরে ৫০ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার দুপুর বারটায় পরিষদের বদ্ধ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন ঢাকা মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক আ ক ম আজিজুল হক, বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রশীদ, জেলা মৎস্য কর্মকর্তা খোন্দকার মাহাবুবুল হক লিটন, গৌরনদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু, উপজেলা মৎস্য কর্মকর্তা প্রদীপ কুমার দাস, মাহিলাড়া ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আবুল কালাম মৃধা প্রমূখ। একই দিন উপজেলার শরিকল নিজাম উদ্দিন কলেজ, নলচিড়া মাধ্যমিক বিদ্যালয়, বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়, মেদাকুল মাধ্যমিক বিদ্যালয়, লক্ষনকাঠী দারুস সুন্নাত মাদ্রাসা পুকুরে মাছের পোনা অবমুক্ত করা হয়।