গৌরনদী
বিএনপি নেতা আবুল হোসেন মিয়ার রোগমুক্তি কামনায় দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশাল সদর উত্তর জেলা বিএনপির সহ-সভাপতি ও গৌরনদী উপজেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আবুল হোসেন মিয়া হৃদরোগে আক্রান্ত হয়ে নিউইর্য়াক এন,ওয়াই,ইউ হাসপাতালে ভর্তি রয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় তার ৩টি ব্লকের সফল অপারেশন করা হয়। তার পরিবারবর্গ তার রোগ মুক্তির জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
অপর দিকে তার রোগ মুক্তি কামনায় টরকী বন্দর আদর্শ জামে মসজিদে বুধবার বাদ আছর মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। উক্ত দোয়া মোনাজাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ব্যবসায়ী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সুধীবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া বৃহস্পতিবার টরকী বন্দর আদর্শ জামে মসজিদ মার্কেটে অনুরুপ মিলাদ ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়।