বরিশাল
শিক্ষকের নির্দেশে ডাব পাড়তে গাছে উঠে পড়ে গুরুত্বর আহত ছাত্র
নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষকের নির্দেশে নারিকেল গাছ থেকে শিক্ষকদের জন্য ডাব পাড়তে গিয়ে গাছ থেকে পরে আশিকুর রহমান মৃধা (১০) নামের পঞ্চম শ্রেণীর এক ছাত্র গুরুত্বর আহত হয়েছে। মঙ্গলবার দুপুরে মূমূর্ষ অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের। আহত আশিক পূর্ব শরিফাবাদ গ্রামের মিলন মৃধার ছেলে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতের সহপাঠিরা জানান, সোমবার বেলা বারটার দিকে স্কুলের শিক্ষকরা ডাব খাবে বলে পঞ্চম শ্রেনীর ছাত্র আশিককে স্কুলের মাঠের পাশে থাকা একটি নারিকেল গাছে ওঠান। এসময় গাছ থেকে পড়ে গুরুত্বর আহতভাবে আহত শিক্ষার্থী আশিকুর রহমানকে বরিশাল শেরই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে তাকে মঙ্গলবার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করা হয়।
আহতের চাচা ইলিয়াস মৃধা অভিযোগ করে বলেন, আমার পঞ্চম শ্রেনী পড়–য়া ভাতিজা আশিককে জোর করে নারিকেল গাছে ওঠানো হয়েছে। এতে শিক্ষক, নাইটগার্ড সবাই জড়িত। ভাতিজা গাছ থেকে পড়ার পর এ পর্যন্ত জ্ঞান ফিরেনি । বর্তমানে সে ঢাকা নিওরোসাইন্স হাসপাতালে ভর্তি রয়েছে। এ ঘটনার জড়িত শিক্ষক কর্মচারীর বিচার দাবী করছি। তবে স্কুল ছাত্র আশিককে নারিকেল গাছে ওঠানোর অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন তালুকদার বলেন, আমি আশিকুর রহমানকে গাছে উঠতে বলিনি। নৈশ প্রহরী মোঃ রায়হান আমার অজান্তে তাকে গাছে উঠিয়েছে । অভিযোগ সম্পর্কে জানতে চাইলে মোঃ রায়হান এ বিষয়ে কথা বলতে রাজি হননি। গৌরনদী উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোঃ চুন্নু ফকির বলেন, স্কুল ছাত্রকে নারিকেল গাছে ওঠানোর কোন সুযোগ নেই। এ বিষয়ে কেউ লিখিত অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।