Gournadi24.com
গৌরনদী ২৪ ডটকম | logo
ঢাকা, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪২৯ বঙ্গাব্দ
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    • প্রচ্ছদ
    • প্রধান সংবাদ
    • গৌরনদী
    • বরিশাল
    • সারাদেশ
    • খেলা
    • বিনোদন
    • সম্পাদকীয়
    • বাংলা কনভার্টার
    • ইমেজ অপ্টিমাইজেশন
    মেনু

    গৌরনদী

    আগৈলঝাড়ায় স্বামী ও সৎ পুত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা

    | ১৯:৫৮, জানুয়ারি ০৫ ২০২৩ মিনিট

    নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সার হাট গ্রামে স্বামী ও সৎ পুত্রকে আসামি করে বুধবার আগৈলঝাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে এক যুবতি নারী (২৭)।
    এজাহারের বরাত দিয়ে আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার জানান, আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পয়সারহাট গ্রামের মজিদ খানের প্রথম স্ত্রী ২০১২ সালে মারা যান। ২০১৫ সালে মজিদ খান একই গ্রামের এক যুবতিকে (২৭) বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রীর ঘরে রাকিবুল হাসান নামে ৬ বছরের একটি পুত্র সন্তান রয়েছে। সম্প্রতি সময়ে স্বামী মজিদ খান হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ্য হয়ে পড়ে। এই সুযোগে মজিদ খানের প্রথম স্ত্রীর সন্তান রাজিউল হাসান (৪২) সৎ মাকে কু-প্রস্তাবসহ যৌন হয়রানী করে আসছিল। তাসলিমা বিষয়টি তার স্বামী মজিদ খানকে জানালে তিনি ছেলের বিচার না বরং স্ত্রীকে দোষারুপ করে অপবাদ দেন। ওই নারী অভিযোগ করে বলেন, আমার স্বামী তার প্রথম সন্তান রাজিউল হাসানের বিচার না করায় সে বেপরোয়া হয়ে উঠে। গত ১১ নভেম্বর রাতে সৎ পুত্র রাজিউল হাসান (৪২) আমাকে জোর পূর্বক ধর্ষন করে এবং পরবর্তিতে প্রায়ই ধর্ষন করেন। বিষয়টি আমার স্বামীকে জানালে সে আমাকে সন্তানসহ বাড়ি থেকে বের করে দেয়। বর্তমানে আমি দক্ষিন বাগধা গ্রামে এক নিকট আত্মীয়র বাড়িতে অবস্থান করছি। আমাকে বাড়ি থেকে তাড়াতে স্বামীর পরামর্শে সৎ ছেলে আমাকে ধর্ষন করে নানান অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দেয়।
    অভিযোগের ব্যাপারে জানতে চাইলে রাজিউল হাসানের মুঠোফোন বন্ধ পাওয়া যায়। তবে আত্মগোপনে থাকা মজিদ খান মুঠোফোনে অভিযোগ অস্বীকার করে বলেন, আমার প্রথম স্ত্রীর মৃত্যুর পরে আমি দ্বিতীয় বিয়ে করি কিন্তু ওই নারীর কাছে আমার চেয়ে আমার সম্পত্তির দিকে নজর বেশী ছিল। এমন কি সে ফুসলিয়ে আমার দুই কোটি টাকার সম্পত্তি লিখে নেয়। তার সন্দেহজনক আচরনের কারনে তাকে আমি তালাক দিয়েছি। হয়রানী করার জন্য আমাদের বিরুদ্ধে ধর্ষন মামলা দায়ের করেছে। মজিদ খানের এ বক্তব্যের প্রেক্ষিতে দ্বিতীয় স্ত্রী বলেন, আমি তালাকের কোন কাগজপত্র পাইনি।
    আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম ছরোয়ার বলেন, এ ঘটনায় ভূক্তভোগী নারী বাদি হয়ে সৎ পুত্র রাজিবুল হাসানকে প্রধান ও স্বামী মজিদ খানকে আসামি করে একটি ধর্ষন মামলা দায়ের করেছে। বৃহস্পতিবার ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আল বেরুণী ঘটনাস্থল পরিদর্শন ও ভিকটিমের সঙ্গে কথা বরেছেন।

    Post Views: ৬০

    Share this:

    • Facebook
    • Twitter

    সংশ্লিষ্ট খবর

    • উজিরপুরে আওয়ামীলীগ ও যুবলীগের মধ্যে সংঘর্ষে ইউপি সদস্যসহ আহত ১০
    • গৌরনদীতে সেলাই মেশিন প্রশিক্ষন সেন্টারের উদ্ধোধন
    • গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১
    • আগৈলঝাড়ায় মাদক বিক্রেতার ছয় মাসের কারাদন্ড
    • গৌরনদীর বিএনপির ৫৪ জন নেতাকর্মীর জামিন লাভ
    • গৌরনদীতে ঝুলন্ত অবস্থায় গৃহবধু ও আগৈলঝাড়ায় স্কুল ছাত্রীর লাশ উদ্ধার
    • আগৈলঝাড়ায় স্বামী ও সৎ পুত্রের বিরুদ্ধে ধর্ষণ মামলা
    Top