গৌরনদী
সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ
নিজস্ব প্রতিবেদক, সারা দেশে শিক্ষক নির্যাতনের প্রতিবাদ ও শিক্ষকের উপর হামলারকারীদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্রী কলেজের উদ্যোগে বুধবার দুপুরে কলেজ ক্যাম্পসে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে কর্মসূচী পালন করা হয়েছে। ঘন্টাব্যাপি কর্মসূচীতে শিক্ষক ও স্থানীয়রা অংশ নেন।
মাহিলাড়া ডিগ্রী কলেজ চত্বরে সকাল সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। কলেজের অধ্যক্ষ কে,এম, শরীফুল কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কলেজর সহকারী অধ্যাপক গনেশ মন্ডল, রেবা খানম, এম,এম, ইখতিয়ার হোসেন, জিনাত জাহান খঅন, তপন দত্ত প্রমূখ। বক্তারা দেশব্যাপি শিক্ষকের উপর হামলার প্রতিবাদ ও নিন্দা জানান এবং অনতিবিলম্বে শিক্ষকের উপর হামলায় জড়িতেদের গ্রেপ্তার দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।