বরিশাল
গৌরনদীতে ন্যাশনাল পোর্টাল বিষয়ক কর্মশালা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ে সরকারী দপ্তরের কর্মকর্তাদের নিয়ে “ন্যাশনাল পোর্টাল” বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও এটুআই’র সহযোগিতায় বৃহস্পতিবার সকালে উপজেলা হলরুমে কর্মশালায় ভার্চুয়ালে প্রধান অতিথি ছিলেন এটুআই’র প্রকল্প পরিচালক (যুগ্ন সচিব) ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে কর্মশালায় উপজেলা পর্যায়ের সকল দপ্তরের কর্মকর্তা অংশগ্রহন করেন।