বরিশাল
আগৈলঝাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার জল্লা গ্রামে মঙ্গলবার সকালে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবারের মাঝে শোকের ছায়া নেমে আসে।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, উপজেলার জল্লা গ্রামের নরোত্তম সরকারের ষোল মাস বয়সী ছেলে লিখন সরকার মঙ্গলবার সকালে খেলা করতে গিয়ে সবার অজান্তে বাড়ির পুকুরে পরে যায়। খোজাখুজি করে তাকে না পেয়ে পরিবারের সদস্য ও স্বজনরা বাড়ির পুকুরে তল্লাসি চালায়। দুপুর ১২টার দিকে পুকুর থেকে নরোত্তম সরকারকে উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক কুমার সাহা শিশুটিকে মৃত ঘোষনা করেন। এ প্রসঙ্গে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আশিক কুমার সাহা বলেন, শিশুটি হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই মারা গেছে।