বরিশাল
আগৈলঝাড়ায় সহকারী শিক্ষকের উপর হামলা
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রনজিৎ বাড়ৈকে মঙ্গলবার স্কুল কক্ষেই পেটালেন প্রধান শিক্ষককের স্ত্রী। সহকারী শিক্ষকের উপর হামলায় ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষকরা।
আগৈলঝাড়া উপজেলা সদরের ভেগাই হালদার পাবলিক একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান (৫৫) জানান, ২০২১ সালের এসএসসি পরীক্ষার কেন্দ্র ফি দেয়ার জন্য সহকারী শিক্ষক রনজিৎ বাড়ৈকে বিশ হাজার টাকা প্রদান করা হয়। সহকারী শিক্ষক রনজিৎ বাড়ৈ ওই টাকা পাওনাদার হারুনকে না দিয়ে নিজেই আত্মসাত করে। পরবর্তিতে একাধিকবার টাকা ফেরত দিতে বলা হলে তালবাহানা শুরু করে। মঙ্গলবার সহকারী শিক্ষক রনজিৎ বাড়ৈর কাছে টাকা ফেরত চাওয়া নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে রনজিৎ খারাপ ভাষা ব্যবহার করে। এক পর্যায়ে তার স্ত্রীর সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে।
সহকারী শিক্ষক রনজিৎ বাড়ৈ বলেন, আমার সাথে প্রধান শিক্ষক মিজানুর রহমানের আর্থিক লেনদেন রয়েছে। আমি বর্তমানে বিভিন্ন সমস্যায় থাকার কারনে টাকা পরিশোধ করতে পারিনি। মঙ্গলবার সকাল ১১টার দিকে প্রধান শিক্ষক মিজানুর রহমান ও তার স্ত্রী সাজেদা বেগম টাকা চাইতে স্কুলে আসেন। কথা কাটাকাটির এক পর্যায়ে প্রধান শিক্ষকের স্ত্রী সাজেদা বেগম স্কুল কক্ষেই লোহার নিয়ে আকস্মীকভাবে আমার উপর হামলা চালায় । সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সীমা সরকার, জগদীশ মন্ডল ক্ষোভ প্রকাশ করে বলেন, সহকারী শিক্ষক রনজিৎ বাড়ৈ টাকা নিয়ে দেয়নি। এর বিচার করা যেত কিন্তু প্রধান শিক্ষকের স্ত্রী স্কুল চলাকালীন সময়ে হামলা চালানো সমর্থনযোগ্য নয়।
প্রধান শিক্ষকের স্ত্রী সাজেদা বেগমের কাছে অভিযোগ সম্পর্কে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, বার বার ওয়াদা দেয়া সত্বেও রনজিৎ টাকা দিচ্ছে না। হামলার অভিযোগ সত্য নয়। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হেমায়েত উদ্দিন সরদার জানান, আমি বিষয়টি শুনেছি। সভা ডেকে সমস্যার সমাধার করা হবে।