বরিশাল
উজিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নিজস্ব প্রতিবেদক, উজিরপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু। বিশেষ অতিথির বক্তৃতা করেন পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সহকারী কমিশনার (ভ‚মি) জয়দেব চক্রবর্তী। মিন্টুলাল মজুমদারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তৃতা করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান, বীর মুক্তিযোদ্ধা আক্রাম হোসেন, ইউপি চেয়ারম্যান সরোয়ার হোসেন প্রমূখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহিলা সংস্থার চেয়ারম্যান সহকারী অধ্যাপক সাহানা আখতার শেলী, প্রেসক্লাবের সাবেক সভাপতি আঃ রহিম সরদার, মহিলা নেত্রী বিউটি খানমসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষনার্থী। আন্তর্জাতিক নারী দিবসের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল টেকসই আগামীর জন্য জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য। শেখ হাসিনার বারতা, নারী-পুরুষ সমতা-এই ¯েøাগানকে ধারণ করে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।