বরিশাল
সাড়ে চারশো বছরের পুরনো গৌরনদীর বার্থী তাঁরা মন্দিরে বাৎসরিক কালীপূজা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, প্রায় সাড়ে চারশো বছরের পুরানো ঐতিহ্যবাহী বরিশালের গৌরনদী উপজেলার বার্থী তাঁরা মায়ের মন্দিরে বাৎসরিক কালীপূজা চলছে। পূজা উপলক্ষে মন্দির আঙ্গিনায় ভারতসহ দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নানা বয়সের হাজারো ভক্তরা সমাগম হয়েছেন।
সকালে চন্ডিপাঠ ও শিতলা পূজার মধ্য দিয়ে আনুষ্ঠানিকতা শুরু হয়। এ ছাড়া দুপুরে বলিদান, বিকালে গীতাপাঠ, সন্ধ্যায় আরতি প্রতিযেগীতা, রাতে ধর্মীয় গান অনুষ্ঠিত হবে।
মন্দির ট্রাষ্টি বোর্ডের সভাপতি ও কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সাবেক সহ-সম্পাদক অ্যাডভোকেট বলরাম পোদ্দার জানান, মহামারী করোনার কারণে এ বছর মন্দিরকে আলোক সজ্জায় সজ্জিত না করাসহ অনেক অনুষ্টান বাতিল করা হয়েছে।