গৌরনদী
আগৈলঝাড়ায় মাটির নিচ থেকে বিপুল পরিমান গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলা গৈলা ইউয়িনের কালুরপাড় আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মান স্থানের মাটি খোড়ার সময় শুক্রবার সকালে বিপুল পরিমান গুলি দেখতে পান স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে আগৈলঝাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে ১ হাজার ৫শত ৫৪ পিস থ্রি নট থ্রি গুলি উদ্ধার করেন। পুলিশের ধারনা অনেক আগে গুলিগুলো কেউ মাটির নিচে পুঁতে রেখেছে।
আগৈলঝাড়া থানা পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের কিসমত সরদারের কাছে সরকার দুঃস্তদের জন্য আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের কার্যক্রম শুরু করেন। শুক্রবার সকালে নির্মান শ্রমিকরা ঘর নির্মানের কাজ করতে গিয়ে মাটি খুড়লে তিন ফুট নিচে যাওয়ার পরে বেশ কিছু গুলি বের হয়ে আসে। পরবর্তিতে তারা বিষয়টি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, আগৈলঝাড়া থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করেন। থবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন তারা। তাদের উপস্থিতিতে আরো মাটি খোড়ার পরে বিপুল পরিমান থ্রি নট থ্রি রাইফেলের গুলি বের করা হয়। সকলে উপস্থিতিতে গুলি গুনে এক হাজার ৫শত ৫৪ পিচ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আগৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম জানান, আশ্রয়ন প্রকল্পের ঘর নির্মাণের সময় শ্রমিকরা মাটি খুড়ে গুলি পাওয়ার ঘটনা তাকে জানালে তিনি আগৈলঝাড়া থানার পুলিশ নিয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকৃত গুলি জব্দ করেন এবং গুলি থানা পুলিশের কাছে হস্তান্তর করেন। আগৈলঝাড়া থানা পরিদর্শক (ওসি তদন্ত) মো. মাজহারুল ইসলাম বলেন, গুলি উদ্ধারের ঘটনায় থানায় একটি সাধারন ডায়রী করা হয়েছে। জব্দ গুলি থানায় রয়েছে। শনিবার বরিশাল আদালতে প্রেরন করার পরবর্তিতে আদালতের নির্দেশ মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।ধারন্ াকরা হচ্ছে নেক আগে গুলিগুলো কেউ মাটির নিচে পুঁতে রেখেছে।