বরিশাল
পিলখানা ট্রাজেডিঃ আগৈলঝাড়ার সন্তান কর্ণেল জাহিদ ও মেজর আশরাফের মৃত্যুবার্ষিকী পালিত
নিজস্ব প্রতিবেদক, ২০০৯ সালে ২৫ ফেব্রæয়ারী ঢাকার পিলখানা বিডিআর বিদ্রোহে সেনা কর্মকর্তা হত্যার ১৩তম ট্রাজেডি দিবস উপলক্ষে বরিশাল তথা আগৈলঝাড়ার কৃতি সন্তান কর্ণেল জাহিদ হোসেন ওরফে চপল ও মেজর কাজী আশরাফের পরিবারের উদ্যোগে মৃত্যু বাষির্কী পালন করা হয়েছে।
এ উপলক্ষে পারিবারিকভাবে আগৈলঝাড়া উপজেলার চাঁদত্রিশিরা গ্রামে কর্নেল জাহিদের বাড়িতে ও বেলুহার গ্রামের মেজর কাজী আশরাফের বাড়িতে শুক্রবার দিনব্যাপী কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া অনুষ্ঠানের আয়োজন হয়েছে। এ ছাড়া এলাকায় বিভিন্ন সুধিজন নিহত সেনা কর্মকর্তাদের কবরে ফুল শ্রদ্ধা জানান। কর্নেল জাহিদের স্ত্রী ছন্দা জানান, তিনি ছেলে নিলয় ও নির্ঝরকে নিয়েও ঢাকার বাসায় দিবসটি পালন করেন। কর্নেল জাহিদের বড় ভাই আব্দুর রব বখতিয়ার ক্ষোভ প্রকাশ করে বলেন, পরিবারের উদ্যোগে দিনটি পালন করা হলেও সরকারিভাবে কোন উদ্যোগ নেওয়া হয়নি। কর্ণেল জাহিদের মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে জাহিদের পরিবার ও এলাকাবাসী পয়সারহাট নদীর উপর নির্মিত ’পয়সার হাট সেতুটি” ‘কর্ণেল জাহিদ সেতু’ করার দাবি জানান।