বরিশাল
গৌরনদীর প্রবীন শিক্ষক বীর মুক্তিযোদ্ধা শাহ আলম স্যার আর নেই, বিভিন্ন মহলের শোক
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী উপজেলার নাঠৈ নিবাসী, গৈলা সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা সরদার শাহ আলম (৮০) হৃদ রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিবাগত রাত দেড়টায় ঢাকায় ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ পুত্র ও ২ কন্যা গেছেন। বৃহস্পতিবার বাদ আছর নাঠৈ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রিয় মর্যদায় পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস, এম, মোস্তাফিজুর রহমান দিনু, সাধারন সম্পাদক এস,এম, মহিউদ্দিন বাদশা, শিক্ষা বিষয়ক সম্পাদক এস,এম, হাবিবুর রহমান, ঢাকাস্থ গৌরনদী- আগৈলঝাড়া সমিতির সভাপতি সৈয়দ জিয়াউর রহমান নবু, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাক্কানী আলম, বীর মুক্তিযোদ্ধা খান শামছুল হক, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক খান, বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন সবুজ, গৌরনদী বিআরডিবির সাবেক চেয়ারম্যান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, চাদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান কৃঞ্চ কান্ত দে,গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো: খাইরুল ইসলাম।