গৌরনদী
গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্যসচিবকে অব্যহতি
গৌরনদী প্রতিনিধি
বরিশালের গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিনকে তার পদ থেকে অব্যহতি প্রদানে করেছে জাতীয়তাবাদী ছাত্রদল বরিশাল জেলা কমিটি। গতকাল শুক্রবার সন্ধ্যায় বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
বরিশাল জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক মোঃ রফিকুল ইসলাম রফিক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গৌরনদী উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মোঃ আল আমিন সাংগঠনিক কার্যক্রমে অসহযোগীতা ও শৃংখলা ভঙ্গের কারনে বরিশাল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের এক জরুরী সভায় শুক্রবার আল আমিনকে সদস্য সচিব পদ থেকে অব্যহতি দেয়া হয়। একই দিন বরিশাল জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি মোঃ মাহফুজুল আলম মিঠু ও সাধারন সম্পাদক কামরুল আহসান অব্যহতির সিদ্বান্তকে অনুমোদন দেন।