বরিশাল
আগৈলঝাড়ায় সাংবাদিক সেলিম ভূঁইয়ার স্মরণসভা ও দোয়া অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, আগৈলঝাড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও প্রতিষ্ঠাতা সদস্য ওয়াসিম ভূঁইয়া সেলিমের স্মরণসভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শুক্রবার বাদ আছর আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে প্রেসক্লাব কার্যালয়ে সেলিম ভুঁইয়ার স্মরণসভা প্রেসক্লাব সভাপতি সরদার হারুন রানার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্মরণ সভায় মরহুম সেলিম ভূঁইয়ার স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তপন বসু, সাবেক সভাপতি সাইফুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুল ইসলাম, মো. শামীমুল ইসলাম, যুগ্ম সম্পাদক ওমর আলী সানী, কোষাধ্যক্ষ জাহিদুল ইসলাম, তথ্য ও প্রচার সম্পাদক এফএম নাজমুল রিপন, সাংবাদিক জয় রায়, মনিরুজ্জামান মনির, মারুফ মোল্লা। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। একই দিন আগৈলঝাড়া প্রেসক্লাবের উদ্যোগে জুম্মা বাদ উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া-মিলাদ পরিচালনা করেন কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মো. ফজলুল হক। দোয়া ও মিলাদে সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মুসুল্লীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, আগৈলঝাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য, প্রেসক্লাবের সাবেক সভাপতি ওয়াসিম ভূঁইয়া সেলিম (৫৩) ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় ৮জানুয়ারী রাতে শেষ নিঃশ^াস ত্যাগ করেন।