গৌরনদী
সুরকার ও গীতিকার ফিরোজ আল মামুনকে গৌরনদী প্রেসক্লাবে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বিশিষ্ট গীতিকার ও সুরকার বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী, লালন গবেষক টি,এম ফিরোজ আল মামুন ও বিশিষ্ট সমাজ সেবক রাহিমা আক্তার মিতুকে গতকাল শনিবার রাতে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।
বিশিষ্ট গীতিকার ও সুরকার টি,এম ফিরোজ আল মামুন ও বিশিষ্ট সমাজ সেবক রাহিমা আক্তার মিতু শনিবার রাত ৯টায় গৌরনদী প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে সৌজন্য সাক্ষাতের জন্য আসেন। এ সময় গৌরনদী প্রেসক্লাবের সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে প্রেসক্লাবের সদস্য ও স্থানীয় সাংবাদিকগন তাদেরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ আহছান উল্ল¬াহ, প্রেসক্লাবের সাধারন সম্পাদক সঞ্জয় কুমার পাল, সহসভাপতি বিশ্বজিত সরকার বিপ্লব, সহ-সম্পাদক এম, আলম, সাংবাদিক সরদার মনিরুজ্জামান মনির, সাকিল হোসেন প্রমূখ। এর আগের দিন শুক্রবার রাত ১০টায় প্রায় ৮শ বছর আগে ইয়েমেন থেকে ইসলাম প্রচার করতে গৌরনদীতে আসা মহামানব পীর হযরত মল্লিক দুধকুমার শাহ’র মাজার প্রাঙ্গনে অনুষ্ঠিত বার্ষিক ওরস অনুষ্ঠানে পীরের স্মরনে ফিরোজ আল মামুন তার নিজের রচিত হৃদয়ের মল্লিক চান সিডি’র মোড়ক উন্মোচন করেন।