গৌরনদী
গৌরনদীতে“একসাথে সমাজ গড়ি” প্রতিষ্ঠানের কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ সামাজি কর্মকা- পরিচালনা লক্ষে গৌরনদী পৌরসভার ৭ নংওয়ার্ডের দক্ষিন বিজয়পুর(পূর্ব মহল্লায়) “একসাথে সমাজ গড়ি” নামে একটি সামাজিক প্রতিষ্ঠান আত্মপ্রকাশ করেছে। গতকাল সংগঠনের সাধারন সভায় ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
কমিটির নির্বাচিত কর্মকর্তারা হলেন, সভাপতি মহল্লার প্রবীন বাসিন্দা সুদিপ্ত অধিকারী, সহ-সভাপতি শেখর ঘোষ, মহাসিন তালুকদার, সাধারন সম্পাদক মো: মোস্তাফিজুর রহমান বাবু মিয়া, সহ-সাধারন সম্পাদক সাংবাদিক বেলাল হোসেন, সাংসঠনিক সম্পাদক এইচ এম মুস্তাফিজুল হক বাবু, তপন সরকার, ধিরেন বারৈ, প্রচার সম্পাদক মো: শামছু সরদার, সহ-প্রচার মো: শাহজাহান ঘরামী, দপ্তর সম্পাদক প্রিন্স রোনাল্ড বেপারী, সহ-দপ্তর মো: সুফি খলিফা, সিনিয়র সদস্য রাজীব সিকদার, গবিন্দ নাগ, তপন ভদ্্র, মোসাম্মাত সুলতানা মুকুল, ঊষা শিকদার, সোলায়মান শরীফ, শাওন কাজী, মম্তাজ শরীফ।্ সমাজের ইতিবাচক দিকগুলো সবাই মিলে বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে মহল্লার সকল বাসিন্দা এক হয়ে এই কমিটি গঠন হয়। মহল্লার ৭৫টি পরিবার সভায় উপস্তিত ছিলেন। এছাড়া পৌর মেয়র মো: হারিছুর রহমানকে প্রধান পৃষ্টপোষক ও মো: ফকরুল শরীফ, মো: মজনু তালুকদার, মো: মুনসুর আহামেদ, কানাই দেবনাথ, কার্তিক ঘোষ, বিধান রায়, দানীয়েল ঢালী, রবাট সত্য হালদার, সুবোধ মন্ডল, স্টিফেন গমেজ, মনিমোহন পাত্র, মো: নুরুল ইসলাম, বিবেক জয়ধর, মো: জাকির হোসেন,তাসলিমা বেগম, সংকর মাষ্টার, রোমান শরীফ, সেকান্দার মাষ্টার, মো: আল-আমিন, তপু মোল্লা, সজল ঘোষকে উপদেষ্টা করে ২২ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়।