গৌরনদী
গৌরনদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত
নিজস্ব প্রতিবেদক, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে গৌরনদী বাসষ্টান্ডস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত কয়েক হাজার নেতাকর্মী অনুষ্ঠানে যোগদান করায় সমাবেশে পরিনত হয়ে
দলীয়, স্থানীয় নেতাকর্মী ও ভোগান্তির শিকার যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাংলাদেশ আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্ম দিন উপলক্ষে বরিশালের গৌরনদী উপজেলা ও পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে গৌরনদী বাসষ্টান্ডস্থ দলীয় কার্যালয়ে কেক কাটা ও আলোচনা সভার আয়োজন করা হয়। বিকেল পোনে ৪টা থেকে গৌরনদী উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল মিছিল নিয়ে দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মহাসড়কের পাশের গৌরনদী বাসষ্টান্ডস্থ দলীয় কার্যালয়ের অনুষ্ঠানে আসতে থাকে। এতে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে মহাসড়কে হাজার হাজার নেতাকর্মী অবস্থান নেন। গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম. জয়নাল আবেদীনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক ও পৌর মেয়র মোঃ হারিছুর রহমান।
অপরদিকে বরিশালের গৌরনদীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন পালন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলা পরিষদের আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৫তম জন্মদিন পালন করেন উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলঅম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সি, জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভিনসহ অন্যান্যরা। শেষে উপজেলা পরিষদের সামনে ফলজ বৃক্ষরোপন করা হয়। একইদিন বাদ যোহর উপজেলা জামে মসজিদে দোয়া-মিলাদের আয়োজন করা হয়।