বরিশাল
উজিরপুরে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত-১, আহত-২০
নিজস্ব প্রতিবেদক, ঢাকা- বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে রোববার সন্ধ্যায় কুষ্টিয়া থেকে ছেড়ে আসা বরিশালগামি তুহিন পরিবহনের সাথে বরিশাল থেকে ছেড়ে আসা ভূরঘাটচাগামি জিসান পরিবহনের সংঘর্ষে ১ পথচারী নিহত ও ২০ জন আহত হয়।
উজিরপুরমডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আলী আর্শেদ জানান, কুষ্টিয়া থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা তুহিন পরিবহন ঢাকা- বরিশাল মহাসড়কে উজিরপুর উপজেলার নতুন শিকারপুর নামক স্থানে পৌছলে রোববার সন্ধ্যায় বরিশাল থেকে ছেড়ে আসা ভূরঘাটাগামি লোকাল বাস জিসান পরিহবনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তুহিন পরিবহন দুর পাল্লার তুহিন পরিবহন বাসটি খাদে পরে যায়। এ সময় পথচারী উজিরপুর উপজেলার মাদার্সী গ্রামের নির্মল চন্দ্র হালদারের পুএ নিক্কন চন্দ্র হালদার (৩৭) ঘটনাস্থলেই মারা যায়। উভয় বাসের প্রায় ২০ যাত্রী আহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠান। বাস দুটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।