গৌরনদী
সিনিয়র স্বাস্থ্য সচিবের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন
নিজস্ব প্রতিবেদক, সিনিয়র স্বাস্থ্য সচিব মোঃ লোকমান হোসেন মিয়া বলেছেন, “হাসপাতালকে সকল চিকিৎসকের নিজের বাড়ি মনে করতে হবে। নিজের বাড়ি যে ভাবে পরিচর্যা করেন, সেই ভাবেই হাসপাতালকে পরিচর্যা করবেন”। শুক্রবার সকালে বরিশালের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর করোনা ইউনিট, সেন্টাল অক্সিজেন সরবরাহ কক্ষসহ হাসপাতালের কম্পাউন্ড পরিদর্শন কালে তিনি এ কথা বলেন।
পরিদর্শন শেষে দুপুরে উপজেলার দক্ষিণ মাগুড়া গ্রামে স্বাস্থ্য সচিবের নিজের পিতার নামে প্রতিষ্টিত আলহাজ¦ মোজাম্মেল হোসেন কমিউনিটি ক্লিনিকে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাঃ বাসুদেব কুমার, বরিশাল শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ মোঃ সাইফুল ইসলাম, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, স্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মোঃ আলতাফ হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সায়েদ মোহাম্মদ আমরুল্লাহ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাজেদুল কাউছারসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।