বরিশাল
গৌরনদীতে যুবলীগের বর্ধিত সভা
নিজস্ব প্রতিবেদক, দলীয় কার্যক্রমকে গতিশীল করে তোলার লক্ষে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে মাহিলাড়া বাজার টলঘরে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ আনিচুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সৈয়দ মাহবুব আলম, পৌর যুবলীগের সভাপতি আতিকুর রহমান শামীম, সাধারণ সম্পাদক আল-আমীন হাওলাদার, সাবেক ছাত্রনেতা সাইফুল ইসলাম রুমি, উপজেলা ছাত্রলীগের সভাপতি জোবায়ের ইসলাম সান্টু ভ‚ঁইয়া।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামাল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেন কবিরাজ, আবুল কালাম মৃধা, মোঃ মামুন মোল্লা, ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ শহিদুল ইসলাম শহিদ, নজরুল ইসলাম, সিকদার মহসিন সেন্টু, ছাত্রলীগ নেতা রাসেল হোসেন, আল আমিন আকন, রাসেদুল ইসলাম সঙ্গীত ও শাহাদাৎ হাওলাদারসহ অন্যান্যরা।