গৌরনদী
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সিস্টেমের উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, করোনা আক্রান্ত রোগীর সেবা প্রদানের লক্ষ্যে বরিশালের উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৃহস্পতিবার সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম চালু কর্মসূচীর উদ্ধোধন করা হয়েছে। সেন্ট্রাল অক্সিজেন সিস্টেম কার্যক্রমের অনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার ।
উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্ধোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শওকত আলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারি, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, যুবলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র হেমায়েত উদ্দিন, ইউপি চেয়ারম্যান ডাঃ দেলোয়ার হোসেন, সরোয়ার হোসেন, ডাঃ হরেন রায়, ইউসুফ হোসেন হাওলাদার, কাউন্সিলর রিপন মোল্লা, ছাত্রলীগের সভাপতি ও কাউন্সিলর অসীম ঘরামী, প্রেসক্লাবের সভাপতি মহাসিন মিঞা লিটন, সাবেক সভাপতি আঃ রহিম সরদার প্রমুখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ সিকদার জানান, উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের (ইউজিডিপি) আওতায় জাইকার সহযোগিতায় ১২ লাখ ৫৭ হাজার ৪২৫ টাকা ব্যায়ে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন প্লান্ট চালু করা হয়েছে। মহামারী করোনার আক্রান্ত স্থানীয় রোগীর এখন থেকে এখানেই সেবা প্রদান করা হবে। অতি শীঘ্রই আইসিইউ করা হবে। আইসিইউ না থাকলেও সেন্ট্রাল অক্সিজেন চাল ুহওয়ায় বর্তমানে হাইফ্লো নেজাল দিয়ে রোগীর জীবন রক্ষা পাবে।