বরিশাল
গৌরনদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১
নিজস্ব প্রতিবেদক, ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের দক্ষিণ পাশে ঢাকা বুধবার সন্ধ্যায় একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মাইক্রো বাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। গৌরনদী হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে।
গৌরনদী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মামুন হোসেন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি মাইক্রো বাস নিয়ে চালক ভোলা জেলার লাল মোহন উপজেলার লেংগুইড্ডা গ্রামের বাদশা মিয়ার ছেলে মোঃ ইউসুব মিয়া বরিশাল যাচ্ছিল। পথিমধ্যে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার মাহিলাড়া বাজারের দক্ষিণ পাশে পৌছলে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কায় মাইক্রো বাসটি দুমড়ে মুচড়ে যায়। এসময় মাইক্রো বাসের চালক ঘটনাস্থলেই নিহত হন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।