গৌরনদী
গৌরনদীতে নারী নেটওয়ার্কের সাথে সভা
নিজস্ব প্রতিবেদক, অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে বরিশালের গৌরনদী উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী নেটওয়ার্কের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী স্বেচ্ছাসেবী সংস্থা রুপান্তরসহ কয়েকটি সংস্থার আয়োজনে মঙ্গলবার দুপুরে উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বক্তব্য রাখেন সংরক্ষিত পৌর কাউন্সিলর সেলিনা বেগম, রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী রাবেয়া বশরীসহ অন্যান্যরা। সভায় বিভিন্ন পর্যায়ের অপরাজিতা নারী নেত্রীরা অংশগ্রহন করেন।