গৌরনদী
গৌরনদীতে বিশিষ্ট সমাজ সেবক নোভো কার্গোর এমডির গাড়িতে অগ্নিসংযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, মহামারী করোনার দীর্ঘ সময়ে কর্মহীন মানুষের মাঝে ব্যপক ত্রান তৎপরতা ও করোন রোগীর সেবায় হাসপাতালে অক্সিজেন সিলিন্ডার প্রদানের কারনে ক্ষিপ্ত একটি বিশেষ মহল সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান ও নোভো কার্গোর ম্যানেজিং ডিরেক্টর এস,এম, মোস্তফিজুর রহমান দিনুর বাসভবনে গাড়িতে অগ্নি সংযোগ করেছে অজ্ঞাতনামা দূবৃত্তরা। শুক্রবার সকাল সাড়ে ১০টায় নাঠৈ গ্রামে ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবাদ সভা ও সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন ফাউন্ডেশনের সাধারন সম্পাদক এস,এম, মহিউদ্দিন ওরফে বাদশা। বাড়িতে হামলা ও গাড়িতে অগ্নি সংযোগের ঘটনার ৫দিন পর শুক্রবার অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
এস,এম, মহিউদ্দিন লিখিত বক্তব্যে বলেন, সৈয়দ মতলুবর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান এস,এম, মোস্তফিজুর রহমান করোনার দীর্ঘ সময়ে এলাকার কর্মহীন অসহায় মানুষেকে চার দফায় প্রতিটি পরিবারকে এক মাসের খাবার হিসেবে প্রায় ২ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছেন। বিগত ২৮ বছর ধরে বন্যা, খড়া, টর্নেডোসহ প্রতিটি প্রাকৃতিক দূর্যোগে অবহেলিত অসহায় মানুষকে অর্থ ও খাদ্য সহায়তা প্রদান, চিকিৎসা বঞ্চিত মানুষের স্বাস্থ্য সেবা প্রদানসহ বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছিল। ৫ সেপ্টেম্বর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠিানিকভাবে অক্সিজেন সিলিন্ডার হস্তান্তর করেছে। এই মানুষটির সামাজিক কার্যক্রমে ঈর্ষান্বিত একটি বিশেষ মহল তার বাড়িতে হামলা করেছে এবং গাড়িতে আগুন দিয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। ফাউন্ডেশনের স্থানীয় কমিটির সভাপতি আব্দুস সাত্তারের সভাপতিত্বে প্রতিবাদ সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদশী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মোঃ হাক্কানী আলম, কৃঞ্চ কান্ত দে, গৌরনদী বিঅঅরডিবির সাবেক চেয়ারম্যান ও গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলঅম জহির, গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুক্তিযোদ্ধা শাহ আলম, ফাউন্ডেশনের গৌরনদী কমিটির সাধারন সম্পাদক মাহামুদুল হাসান, ইউপি সদস্য সৈয়দ মেহেদী হাসান সুলভ । প্রতিবাদ সভায় প্রায় সহ¯্রাধিক নারী পুরুষসহ সর্বস্তরের মানুষ যোগ দেন। বক্তারা হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান। গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন বলেন, এ ঘটনায় সংগঠনের সাধারন সম্পাদক এস.এম. মহিউদ্দিন বাদি হয়ে শুক্রবার অজ্ঞাতনামা আসামি করে গৌরনদী মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।