গৌরনদী
গৌরনদীতে লিজেন্ডের ৪র্থ বর্ষপুর্তি উপলক্ষে কেক কাটা ও আনন্দ অনুষ্ঠান
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদীতে বাংলাদেশ লিজেন্ড গ্রæপ (এসএসসি- ২০০০ ও এইচএসসি -২০০২) ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে বুধবার রাতে কেক কাটা আলোচনা সভা ও বিশেষ আনন্দ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গৌরনদী উপজেলার দক্ষিন বিজয়পুর বিএফসি রেস্তোরায় ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটার মধ্র দিয়ে অনুষ্ঠানের উদ্ধোধন করা হয়। অনুষ্ঠানে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার এসএসসি- ২০০০ ও এইচএসসি -২০০২ সালের সকল লিজেন্ড বন্ধুরা ছাড়াও পটুয়াখালী ও খুলনার লিজেন্ড বন্ধুরা এই অনুষ্ঠানে অংশ নেন। আলোচনা সভায় বন্ধুরা বলেন, বাংলাদেশ লিজেন্ড গ্রæপ একটি অরাজনৈতিক সংগঠন। এ সংগঠরেন মূল কাজ বাংলাদেশের যে কোন প্রান্তে বন্ধুর বিপদে আপদে বন্ধুত্বে হাত বারিয়ে দেওয়া। মহামারী করোনায় বাংলাদেশ লিজেন্ড গ্রæপ পক্ষ থেকে অসহায় দিনমজুর মানুষদেরকে খাদ্য সহয়তা মাক্স, হেন্ড সেনেটাইজার বিতারন করা হয়। করোনা মহামারিতে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে চাকরিচুত হওয়া বন্ধুদেরকে লিজেন্ডে বন্ধুরা চাকরির ব্যাবস্থা করে দেয়ারও উদ্যোগ গ্রহন করেন। অনুষ্ঠানে অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন লিজেন্ড গ্রæপের জেলা প্রতিনিধি কাজী মামুন ইসলাম, মাহামুদুল হাসান ফরিদ, মামুনুর রহমান মান্না। অন্যান্যদের মধ্যে ছিলেন পটুয়াখালীর লিজেন্ড বন্ধু এনামুল হক, খুলনার লিজেন্ড বন্ধু গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল বাশার, গৌরনদী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোঃ খায়রুল ইসলামসহ গৌরনদী আগৈলঝাড়ার উপজেলার লিজেন্ড গ্রæপের সকল সদস্যরা। উল্লেখ্য এ গ্রæপটিতে সারা বাংলাদেশে প্রায় ৩৫ হাজারের অধিক সদস্য সংখ্যা রয়েছ।