গৌরনদী
গৌরনদীতে ইয়াবা ও গাঁজাসহ দুই যুবক গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি মোটরসাইকেলের গ্যারেজে বৃহস্পতিবার গভীর রাতে অভিযান গৌরনদী মডের থানা পুলিশ চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরের পর শুক্রবার দুপুরে আসামীদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো- মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার গাওয়াইদ্দা এলাকার মৃত আলী জব্বার মাতুব্বরের পুত্র নীলচান ওরফে জুয়েল (২৮), এবং বরিশালের বাবুগঞ্জ উপজেলার কুমিরাইরপিট এলাকার আব্দুল কাদের হাওলাদারের পুত্র শুক্কুর হাওলাদার (২৫)। ইতিপূর্বে গ্রেপ্তারকৃত শুক্কুর হাওলাদার ওই গ্যারেজের মোটরসাইকেল মেকানিক এবং নিলচান এস্কভেটর মেকানিক হিসেবে কর্মরত ছিলো।
গৌরনদী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত সাড়ে বারটার দিকে গৌরনদী বাসষ্ট্যান্ড সংলগ্ন জনৈক বাবুলের মোটরসাইকেলের গ্যারেজে মাদক ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নীলচান ওরফে জুয়েলকে ২৫ পিচ ইয়াবা এবং শুক্কুর হাওলাদারকে একশ’ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করা হয়।