বরিশাল
উজিরপুরে সমাজসেবা অফিস ঘেরাও
নিজস্ব প্রতিবেদক, ভাতার সুবিধাভোগীদের হয়রনীর অভিযোগে রোববার বরিশালের উজিরপুর উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করেছে সুবিধা বঞ্চিত হতদরিদ্র শতাধিক নারী ও পুরষ। পরবর্তিতে উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার বিষয়টি সমাধান ও বিচারের আশ্বাস দিয়ে বিক্ষুব্ধদের কর্মসূচী প্রত্যাহার করোনা হয়।
স্থানীয়রা জানান, রোববার সকালে প্রায় দেড় শতাধিক বিক্ষুব্ধ নারী ও পুরুষ জড়ো হয়ে সমাজ সেবা অফিস ঘোরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে বিকেল ৩টায় উজিরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুল মজিদ সিকদার উপস্থিত হয়ে বিষয়টি যথাযথভাবে সমাধান ও অনিয়ম দূর্নীতির উপযুক্ত বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা কর্মসূচী স্থগিত করে। উজিরপুর পৌরসভার ৫নং ওয়ার্ডের বিধবা ভাতার গ্রাহক খুকু রানী দাস অভিযোগ করে বলেন, গত ৬ মাসের ভাতার ৩ হাজার টাকা আমার মুঠোফোনের নগদ একাউন্টে আসার কথা থাকলেও কোন টাকা আসেনি পরে অফিসে খোঁজ নিয়ে জানতে পারলাম ভিন্ন মুঠোফোনে টাকা ঢুকেছে। একই অভিযোগ করেন বিধুবাভাগা ভোগী পৌর এলাকার ৭ নং ওয়ার্ডের হাসিনা বেগম হেনা বেগম । এ ছাড়া বয়স্ক ভাতার সুবিধাভোগী জল্লা ইউনিয়নের বিধবা প্রমিলা পান্ডে অভিযোগ করে বলেন, আমার মোবাইল নম্বরে নগত একাউন্ট খুলেছি কিন্তু টাকা ঢুকেছে অন্য নম্বরে। বয়স্ক ভাতার সুবিধাভোগী অমলা বাড়ৈ অভিযোগ করে বলেন, আমার নগদ একাউন্ট ভিন্ন নম্বরে নেওয়া হয়েছে। একই অভিযোগ করেন ফুলমালা বেগম, মুকুন্দ ঘরামী, ফটিক পান্ডে বড়াকোঠা ইউনিয়নের মালিকান্দা গ্রামের বয়স্ক ভাতার গ্রাহক সোবাহান বেপারী। প্রতিবন্ধী মিরা রানী সরকার, রাশিদা বেগম, তুলসী রানী মিস্ত্রী, শিকারপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বয়স্ক ভাতার গ্রাহক মানিক হাওলাদার।
অভিযোগের ব্যাপারে জানতে চাইলে উজিরপুর সমাজ সেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ অনিয়ম ও দূর্নীতির অভিযোগ অস্বীকার করে বলেন, এমআইএস ফরম পূরণ ও নগদ একাউন্ট খোলা নিয়ে কিছুটা সমস্যার সৃষ্টি হয়েছে বিষয়টি দু এক দিনের মধ্যে সমাধান করা হবে। বিক্ষোভ বা অফিস ঘোরাউর কথা সঠিক নয়। উজিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মজিদ সিকদার এ প্রসঙ্গে বলেন, নিবন্ধিত ভাতাভোগী হওয়া সত্বেও ভাতা থেকে বঞ্চিত শতাধিক নারী পুরুষ বিক্ষুব্ধ হয়ে উঠে এবং সমাজ সেবা অফিস ঘেরাও কে ছে। খবর পেয়ে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের যথাযথ বিচারের আশ্বাস দিলে বিক্ষুব্ধরা কর্মসূচী প্রত্যাহার করে নেন।