গৌরনদী
গৌরনদীতে পিকআপ ও মটরসাইকেলের সংঘর্ষে হতাহত-২
নিজস্ব প্রতিবেদক, পরিবারের সঙ্গে ঈদ করার জন্য শনিবার ঢাকা থেকে বাড়িতে আসেন ইলেকট্রিক মিস্ত্রি গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের সফিক সরদার (৩০)। রোববার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি ব্রিজের দক্ষিন পাশে অজ্ঞাতনামা পিকআপের ধাক্কায় ঘটনাস্থলেই সফিক সরদার নিহত ও অপর মটরসাইকেল আরোহী বন্ধু এরশাদ হোসেন (২৮) গুরুতরভাবে আহত হন। এ ঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মনিরুল ইসলাম জানান, রোববার দুপুর সোয়া ১১টায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার আশোকাঠি ব্রিজের দক্ষিন পাশে বরিশালগামি অজ্ঞাতনামা একটি পিকআপ বিপরীত দিক থেকে আসা গৌরনদীগামি একটি মটরসাইকেলকে উল্টোসাইডে এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই গৌরনদী উপজেলার কাসেমাবাদ গ্রামের ইউনুস সরদারের পুত্র ঢাকার ইলেকট্রিক মিস্ত্রি সফিক সরদার (৩০) নিহত হন এবং তার বন্ধু একই গ্রামের শামছুল হকের পুত্র এরশাদ হোসেন (২৮) গুরুতরভাবে আহত হন। আহত এরশাদকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। মটরসাইকেলকে ধাক্কা দিয়ে পিকআপ চালক গাড়িসহ পালিয়ে যায়। ওসি মনিরুল ইসলাম বলেন, হাইওয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।