গৌরনদী
গৌরনদীতে ১০৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, বরিশালের গৌরনদী মডেল থানা পুলিশ বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার অভিযান চালিয়ে ১০৩ পিচ ইয়াবা ও ৫০ গ্রাম গাঁজাসহ পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী খোন খান (২৮) কে গ্রেপ্তার করেছে। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দাযের করেছে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আফজাল হোসেন জানান, গৌরনদী মডেল থানা টহল পুলিশ দায়িত্ব পালনের সময় বৃহস্পতিবার সন্ধ্যায় সন্দেহজনক অবস্থায় ঘোরাফেরা করতে দেখে গৌরনদী উপজেলার রহিম খানের পুত্র ও পুলিশের তালিকাভূক্ত মাদক ব্যবসায়ী খোকন খানকে (২৮) গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে ১০৩ পিচ ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় উপ-পরিদর্শক মোঃ খায়রুল ইসলাম বাদি হয়ে বৃহস্পতিবার রাতে গৌরনদী মডেল থানায় মাদক আইনে একটি মামলা দাযের করেছে। গ্রেপ্তারকৃতকে শুক্রবার আদালতের মাধ্যমে বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছে।


