গৌরনদী
গৌরনদীতে নবনির্বাচিত ইউপি সদস্যদের শপথ
নিজস্ব প্রতিবেদক, প্রথম ধাপের ইউনিয়ন পরিষদ সাধারণ নির্বাচনে বরিশালের গৌরনদী উপজেলার সাতটি ইউনিয়নের সংরক্ষিত ২১ ও সাধারন ৬৩ জন মোট ৮৪ জন নবনির্বাচিত সদস্য শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা এগারটায় উপজেলার শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহি অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে শপথ গ্রহন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র হারিছুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মোঃ আরিফুল ইসলাম প্রিন্স, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া আফরোজ হেলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচএম জয়নাল আবেদীন, রিটার্নিং অফিসার মোঃ মামুনুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মিজানুর রহমান তালুকদার, মডেল থানার ওসি আফজাল হোসেন, পৌর আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন মিয়াসহ অন্যান্যরা। শেষে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস নবনির্বাচিত সদস্যদের শপথবাক্য পাঠ করান।