বরিশাল
বরিশাল জেলার শ্রেষ্ঠ পরিদর্শক নির্বাচিত হলেন আগৈলঝাড়া থানার মাজহারুল ইসলাম
নিজস্ব প্রতিবেদক, বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ২০২১ সালের জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (ওসি তদন্ত) নির্বাচিত হলেন বরিশালের আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম। মঙ্গলবার বিকেলে বরিশাল জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ সভায় ২০২১ সালের গত জুন মাসে মাদক উদ্ধার, আইন-শৃংঙ্খলা ও অপরাধ নিয়ন্ত্রণসহ সকল বিষয় বিবেচনায় জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হলেন আগৈলঝাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলাম।
আগৈলঝাড়ায় থানায় যোগদানের পর দক্ষতা, সততা ও সাহসীকতার জন্য জেলার মাসিক কল্যাণ ও অপরাধ সভায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ মাজহারুল ইসলামকে সেরা হিসেবে নির্বাচিত করা হয়। বরিশাল জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন (পিপিএম) এর হাত থেকে তিনি জেলার শ্রেষ্ঠ পরিদর্শক (তদন্ত) হিসেবে পুরুস্কার গ্রহন করেন। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোঃ শাজাহান হোসেনসহ অন্যান্য অফিসারবৃন্দ।