বরিশাল
উজিরপুরে পুকুরে ডুবে ১০ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামে মঙ্গলবার দুপুরে পুকুরে ডুবে সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী রাকিব সরদারের (১৭) মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, উজিরপুর উপজেলার শিকারপুর ইউনিয়নের মুন্ডপাশা গ্রামের মামুন সরদারের ছেলে ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র রাকিব সরদার (১৭) মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি থেকে বের হয়। দুপুর ১টার দিকে স্থানীয় লোকজন বসত বাড়ির পাশেই ডোবায় রাকিব সরদারকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজন ও স্বজনরা রাকিবকে উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষনা করেন। মৃত রাকিবের একাধিক স্বজন জানান, স্কুল ছাত্র রাকিব ডোবার পাশ দিয়ে যাওয়ার সময় পুকুরে ডুবে মারা যেতে পারে। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।