বরিশাল
উজিরপুরে প্রত্যাহার হওয়া দুই ওসির মামলা প্রত্যাহারের দাবিতে মাননববন্ধন
নিজস্ব প্রতিবেদক, বরিশালের উজিরপুরে বাসুদেব চক্রবর্তি হত্যা মামলার নারী আসামিকে রিমান্ডে এনে যৌন হয়রানী ও শারীরিক নির্যাতনের অভিযোগে উজিরপুর মডেল থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক তদন্ত মোঃ মাইনুল ইসলামসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার ও ঘটনার সুষ্ঠ তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহনের দাবিতে বৃহস্পতিবার উজিরপুর উপজেলার সকল সচেতন নাগরিকের ব্যনারে মানববন্ধন করেছে স্থানীয়রা। মানববন্ধন প্রতিবাদ ও সমাবেশে শেষে ইউএনওর মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রী ও জেলা প্রশাসক বরিশাল বরাবরে স্মরকলিপি প্রদান করা হয়।
উজিরপুর-সাতলা সড়কের উজিরপুর উপজেলা পরিষদের সামনে বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচীতে এলাকার জনপ্রতিনিধি, কমিউনিটি পুলিশ ও শিক্ষকসহ শতাধিক নারী পুরুষ অংশ নেন। মানববন্ধন শেষে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন উজিরপুর উপজেলা কমিউনিটি পুলিশের সাধারন সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মোঃ বাবুল সিকদার। এতে বক্তব্য রাখেন উজিরপুর পৌর সভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ রিপন মোল্লা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মামুন হাওলাদার, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর নাসির উদ্দিন সিকদার, শিকারপুর ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ার হোসেন, খোলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বাশার প্রমূখ। বক্তারা বলেন, হারতার বাসুদেব চক্রবর্তি হত্যা মামলার নারী আসামি হত্যাকান্ডের মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করে নিজেকে বাঁচাতে পুলিশের বিরুদ্ধে যৌন হয়রানীর মিথ্যা অভিযোগ করেছে। অনতিবিলম্বে উজিরপুর মডেল থানার প্রত্যাহার হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জিয়াউল আহসান ও হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা ও পরিদর্শক তদন্ত মোঃ মাইনুল ইসলাম, উজিরপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু জাফর মোহাম্মদ রহমতউল্লাহসহ ৬ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানান। মানববন্ধন ও প্রতিবাদ শেষে উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) প্রনতি বিশ্বাসের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন।


