গৌরনদী
উজিরপুরে একই রাতে ২ বাড়িতে দুধর্ষ ডাকাতি ১২ লক্ষ টাকার মালামাল লুট, আহত ৮, গ্রেফতার ৩
নিজস্ব প্রতিবেদক, গৌরনদী২৪ ডটকম ঃ বরিশালের উজিরপুরে উপজেলার শোলক ইউনিয়নের দত্তেরশ্বর ও বরাকোঠা ইউনিয়নের গরিয়াগাভা গ্রামে গত বুধবার রাতে দূধর্ষ ডাকাতি সংগঠিত হয়েছে। ডাকাতরা হামলা চািলয়ে কুপিয়ে ও পিটিয়েসহ ৮জনকে আহত করে প্রায় ১২ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে গেছে। পুলিশ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে।
ডাকাত কবলিত পরিবারে সদস্য ও পুলিশ জানান, গত বুধবার রাত ৩টায় উজিরপুর উপজেলার শোলক ইউনিয়নের দত্তেশ্বর গ্রামে সৌদি প্রবাসী আ. রহিম বেপারী (৩৬)ঘরের জানালার গ্রীল ভেঙ্গে একদল ডাকাত ঘরে ঢুকে সৌদি প্রবাসী আ. রহিম, স্ত্রী তানিয়া বেগম (২৫) তার বাবা আ, জয়নাল বেপারী (৭০)কে অস্ত্রের মুখে জিম্মি করে। এক পর্যায়ে তাদেরকে হাত, পাঁ বাধার চেষ্টা করলে আ. রহিম ও তার স্ত্রী বাধা দেন। এসময় ডাকাতরা ধারাল অস্ত্র দিয়ে রহিম দম্পত্তিকে কুপিয়ে জখম করে।
আহত আ. রহিম জানান, ডাকাতরা এক পর্যায়ে তাদের শিশু সন্তান তামিম (৭ )কে হত্যা করার ভয় দেখিয়ে জিম্মি করে ষ্টিল আলমিরার চাবি নিয়ে আলমারিতে থাকা নগদ ১ লক্ষ টাকা, ৩৫ শত সৌদি রিয়াল ৬ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ ও ১টি ট্যাপসহ ১০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। স্থাণীয় মন্টু হাওলাদার জানান, বুধবার সকালে রহিমের বাড়িতে এসে তাদের হাত পা বাঁধা অবস্থায় দেখে তাদের উদ্ধার করে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, ডাকাতির ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একই উপজেলার একই গ্রামের খালেক বেপারীর পুত্র প্রটোকল চালক রফিক বেপারী (৩০), ইউনুস ঢালীর পুত্র ভ্যানচালক আনিচ ঢালী (৪০)কে আটক করেছে। বরিশাল জেলা সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) শাহাবুদ্দিন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অপরদিকে একই রাতে বড়াকোঠা ইউনিয়নের গরিয়াগাভা গ্রামে সৌদি প্রবাসী আব্দুল রাজ্জাক সিকদারের ঘরের মধ্যে চেতনা নাশক ঔষধ স্প্রে করে পরিবারের সদস্যদের অজ্ঞান করে একদল ডাকাত ঘরে প্রবেশ করে। ডাকাতরা নগদ ৭ হাজার টাকা সাড়ে ৩ ভরি স্বর্ণালংকার, ৫টি মোবাইল সেট সহ ২ লক্ষাধীক টাকার মালামাল লুটে নিয়ে যায়। এতে প্রবাসীর স্ত্রী হামিদা বেগম (২৮), কন্যা সুমাইয়া (১২), শালিকা রহিমা বেগম (২২) ও রোকেয়া খানম (১৮) অসুস্থ্য হয়ে অজ্ঞান হয়ে পরে । রাত ২টার দিকে পাশের রুমে থাকা প্রবাসীর মা সাফিয়া বেগম (৬৫) ডাকাতি টের পেয়ে ডাক চিৎকার দিলে ডাকাতরা তার মুখ, হাত, পা বেধে রেখে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গরিয়াগাভা গ্রামের মোশারেফ সিকদারের পুত্র সোহাগ সিকদার (২২)কে আটক করেছে পুলিশ। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার জানান, পৃথক দুটি ডাকাতির ঘটনায় জড়িত সন্দেহে আটককৃত তিন জনসহ অজ্ঞাতনামা আসামি উজিরপুর মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।