গৌরনদী
গৌরনদীতে নিদের্শ অমান্য করায় ১৬ জনকে ১১ হাজার ৯শ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক, মহামারী করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে কঠোর লকডাউনের সপ্তম দিনে বরিশালের গৌরনদীর হাট-বাজারে ও সড়কে বাড়ছে সাধারন মানুষ এবং ছোট ছোট যাহবাহনের সংখ্যা। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও আইন শৃঙ্খলাবাহীনি।
মঙ্গলবার বিকেলে উপজেলার বিভিন্ন স্থানে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট বিপিন চন্দ্র বিশ^াস এবং উপজেলা সহকারী কমিশনার ভ‚মি ও এক্সিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুল ইসলাম প্রিন্স মোবইল কোর্ট পরিচালনা করেন। এ সময় ১৩ টি মামলায় ১৬ জনকে ১১ হাজার ৯০০ টাকা জরিমানা করেন। এ ছাড়া ১১টি অঅনুমোদিত মটর সাইকেলের চাবি জব্দ করেন। মোবাইল কোর্ট পরিচালনার সময় বরিশাল র্যাব-৮ এর ডিএডি নুরুল ইসলামের নেতৃত্বে একটি দল ও বরিশাল ট্রাফিক উপ-পরিদর্শক দিপক রায়সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।