গৌরনদী
আগৈলঝাড়ায় এসিল্যান্ডসহ ১১ জন আক্রান্ত, করোনা উপসর্গ নিয়ে ১জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশালের আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের সাবেক সেনা সদস্য ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহম্মদ গাজী (৭২)। করোনা উপসর্গ নিয়ে মঙ্গলবার সকালে বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা ইউনিটে মারা যান। এ ছাড়া গত ২৪ ঘন্টায় আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার ওরফে তনুসহ নতুন করে আরও ১১জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।
আগৈরঝাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ বক্তিয়ার অল মামুন জানান, আগৈলঝাড়া উপজেলার গৈলা ইউনিয়নের দক্ষিন শিহিপাশা গ্রামের সাবেক সেনা সদস্য ও গৈলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি নুর মোহম্মদ গাজীর (৭২) শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। মঙ্গলবার সকালে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ মোঃ শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৮ জনের শরীরের করোনা ভাইরাসের নমুনা পরীক্ষা করা হলে ১১জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় আক্রান্তর হার ৭৩ ভাগের উপরে। উপজেলায় মোট আক্রান্তর সংখ্যা ২শ ৩৩জন।
আঘৈলঝাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবুল হাশেম জানান, আগৈলঝাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহের নিগার ওরফে তনু ও তার বাসায় বেড়াতে আসা এক আত্মীয় ও বাসার একজন কর্মচারীর শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা বাসায় আইস্যুলেশনে রয়েছে। এ ছাড়া মঙ্গলবার রাজিহার গ্রামের একই বাড়ির জোৎ¯œা রানী দাস, উর্মি দাস, উৎসব দাস, সুজনকাঠী গ্রামের রিপন হালদার, গৈলা গ্রামের শাওন সরদার, মাসুদ আহম্মেদ, ফুল্লশ্রী গ্রামের আলাউদ্দিন, পূর্ব সুজনকাঠী গ্রামের বিলকিস বেগমের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তরা নিজ বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।