গৌরনদী
গৌরনদীতে বিয়ের প্রলোভনে কলেজ ছাত্রীকে ধর্ষন
নিজস্ব প্রতিবেদক, নার্সিং পড়–য়া কলেজ ছাত্রীকে বিয়ের প্রলোভনে একাধিকবার ধর্ষনের অভিযোগে মঙ্গলবার সকালে গৌরনদী মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ওই ছাত্রী।
লিখিত অভিযোগে জানা গেছে, গৌরনদী উপজেলা স্বাস্থ্র কমপ্লেক্সের সামনের একটি ফার্মেসীতে ওষুধ ক্রয় করতে গিয়ে পরিচয় হয় আশোকাঠী গ্রামের হাসান সরদারের পুত্র ফার্মেসী মালিক কাওসার হোসেনের সাথে। পরবর্তীতে ফার্মেসী মালিক কাওসার তাকে (ভুক্তভোগী ছাত্রী) প্রেমের ফাঁদে ফালায়। গত তিনবছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো। এরইমধ্যে ওই ছাত্রীকে বিয়ের প্রলোভনে বিভিন্নস্থানে নিয়ে ছাত্রীর ইচ্ছার বিরুদ্ধে কাওসার একাধিকবার ধর্ষন করে। পরবর্তীতে ওই ছাত্রী বিয়ের জন্য চাঁপ প্রয়োগ করলে কাওসারকে বিভিন্ন তালবাহানা শুরু করে।
অভিযোগে আরও জানা গেছে, গত ২৭ জুন ওই ছাত্রীকে আশোকাঠী হাসপাতালের সামনে ডেকে আনেন কাওসার। সেখানে ওই ছাত্রীকে ধর্ষক কাওসারের সাথে মীমাংসা হয়ে যাওয়ার কথা বলে স্থানীয় কতিপয় ব্যক্তি ভয়ভীতি দেখিয়ে তিনটি সাদা ষ্ট্যাম্পে ওই ছাত্রীর স্বাক্ষর আদায় করে। পরবর্তীতে ওই ছাত্রীর হাতে জোরপূর্বক ১৫ হাজার টাকা দিয়ে ছবি তুলে টাকা রেখে দেয়া হয়। লিখিত অভিযোগ প্রাপ্তির সত্যতা স্বীকার করে গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন জানান, অভিযুক্ত আসামিদের গ্রেফতারের জন্য পুলিশের অভিযান চলছে।