বরিশাল
অনৈতিক সম্পর্কের জেরে পিটিয়ে ব্যবসায়ী হত্যা \ বিচারের দাবিতে উজিরপুরে বিক্ষোভ ও মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক, অনৈতিক সম্পর্কের জেরের অভিযোগে বরিশালের উজিরপুর উপজেলার হারতা ইউনিয়নের জামবাড়ি এলাকায় পিটিয়ে হারতা বন্দরের ব্যবসায়ী বাসুদেব চক্রবর্তীকে (৪০) হত্যার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মঙ্গলবার সকালে হারতা বন্দর ব্যবসায়ী সমিতি ও হারতা মোটরযান শ্রমিক সমিতির উদ্যোগে হারতা বাজারে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। এ ছাড়া ওই দিন বন্দরের ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে অর্ধ দিবস ধর্মঘট পালন করেছে।
হারতা বন্দরের প্রধান সড়কে সকাল ১০ থেকে ১২ টা পর্যন্ত ২ ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচীতে এলাকার ব্যবসায়ী, শ্রমিক, স্বজনসহ শত শত নারী পুরুষ অংশ নেন । মানববন্ধন শেষে ও প্রতিবাদ সভার সভাপতিত্ব করেন হারতা বন্দর ব্যবসায়ী সমিতির সদস্য ও হারতা ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য কৃঞ্চ বাড়ৈ। এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী দিলীপ মল্লিক, গোপাল বিশ্বাস, আনিসুল হক, সুনীল মিস্ত্রী, স্বপন মন্ডল জুয়েল সরকার, শ্রমিক সমিতির সদস্য আনোয়ার হোসেন, মোস্তফা কামাল, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সমাজসেবা সম্পাদক সব্য সাচিব হালদার, ওটরা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের সদস্য কামাল মৃধা, হারতা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কৃঞ্চ পান্ডে, সহ-সভাপতি রাজু রায়, হারতা ৭নং ওযার্ড ছাত্রলীগের সভাপতি রিপন হালদার, বিশিষ্ট সমাজ সেবক প্রতাব মল্লিক, নিহতের বড় ভাই হারতা ইউনিয়ন যুবলীগের সভাপতি নিখিল চক্রবর্তী, সাধারন সম্পাদক পরিমল সাহা ও নিরাঞ্জন চক্রবর্তি। বক্তারা বক্তারা অসামিদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জনান।
হারতা ইউনিয়ন যুবলীগের সভাপতি নিখিল চক্রবর্তি অভিযোগ করে বলেন, স্বামী পরিত্যক্তা নারী মিতু ও তার ভাই বিজয় ভাংড়া সহদর উত্তম ভাংড়া তাদের সন্ত্রাসী সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে পিটিয়ে আমার ভাইকে হত্যা করেছে। উজিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল আহসান বলেন, নিহতের বড় ভাই বরুন চক্রবর্তি (৫০) বাদি হয়ে মামলা দায়েরের পর পুলিশ স্বামী পরিত্যাক্তা নারী মিতু ভাংড়াকে (৩২) গ্রেপ্তার করেছে। আসামিকে জিজ্ঞাসাবাদে মঙ্গলবার ৪দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
উল্লেখ এক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কে জের ধরে শুক্রবার গভীর রাতে উজিরপুরের জামবাড়ি এলাকায় বাসুদেব চক্রবর্তী (৪০) নামে ব্যবসায়ী যুবককে পিটিয়ে হত্যা করেছে।