গৌরনদী
লকডাউন কার্যকর করতে মাঠে গৌরনদী মডেল থানা পুলিশ
নিজস্ব প্রতিবেদক, করোনাভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় সংক্রমণ রোধে ও লকডাউন কার্যকর করতে ঢাকা-বরিশাল মহাসড়কের ভূরঘাটায় চেক পোষ্ট বসিয়েছেন গৌরনদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসেন। পাশাপাশি মানুষ সচেতন করতে চাাঅচ্ছেন বিভিন্ন প্রচারনাসহ নানান কর্মসূচী।
গৌরনদী মডেল থানার ওসি আফজাল হোসেন বলেন, বরিশালের প্রবেশদ্বার গৌরনদী থানার ভূরঘাটা দিয়ে প্রতিনিয়ত দেশের বিভিন্ন জেলা থেকে বিধিনিষেধ উপেক্ষা করে মানুষের ঢল আসছে। করোনা সংক্রমণের প্রতিরোধ গৌরনদী মডেল থানার পুলিশ ভূরঘাটাসহ উপজেলার বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে। যাতে ভিন্ন জেলার মানুষ এ জেলায় প্রবেশ করতে না পারে। আমরা যথাসম্ভব ধৈর্য নিয়ে মানুষকে বুঝিয়ে বিধিনিষেধ পালনের চেষ্টা করছি। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এলাকায় মাইকিং করে এবং বাড়িতে বাড়িতে গিয়ে লকডাউন কার্যকর করার আহবান জানাচ্ছি। অত্যন্ত ঝুঁকি থাকা সত্তে¡ও মৃত্যু ঝুঁকি নিয়েই পুলিশের প্রতিটি সদস্য নিরলসভাবে কাজ যাচ্ছে।